নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন হাসনাত আব্দুল্লাহ

আগামীর প্রধানমন্ত্রী

নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন হাসনাত আব্দুল্লাহ

আগামীর প্রধানমন্ত্রী

 ২৮ এপ্রিল:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নাহিদ ইসলামের সঙ্গে একটি ছবি শেয়ার করেন হাসনাত। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।”

এর আগে, এনসিপির প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও নাহিদ ইসলামকে নিয়ে একইরকম মন্তব্য করেছিলেন। তিনি ফেসবুকে লেখেন, “দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সেই তিনি একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন।

দেশের রাজনীতিতে তিনি আরও কয়েক দশক বড় চরিত্র হয়ে থাকবেন। আর আল্লাহ জানেন,

একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।”

উল্লেখ্য, নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন, যার নেতৃত্বে জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। পরে তিনি আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

See More>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *