বাংলাদেশ
হাজীগঞ্জে আ. লীগ নেতা গাজী ওলি গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে ৯ নম্বর গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্যাহকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া লিফলেট সাঁটানোর অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন— হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের মিজি বাড়ির শাহেদ (১৮) ও মকিমাবাদ এলাকার অনিক (১৮)।
তারা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় দেওয়ালে লিফলেট লাগাচ্ছিলেন শাহেদ ও অনিক। এ সময় অন্য দলের ছাত্রসংগঠন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, গাজী অলি উল্যার নামে পুরনো একটি মামলা রয়েছে।
এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের পাঠানো হবে।
