Tech News

ক্লাউড কম্পিউটিং: ডেটা যাবে আকাশে, সিকিউরিটি থাকবে সাথে!

Published

on

ক্লাউড কম্পিউটিং: ডেটা যাবে আকাশে, সিকিউরিটি থাকবে সাথে!

ক্লাউড কম্পিউটিং

তথ্যপ্রযুক্তির এই যুগে, ফাইল রাখার জায়গা নিয়ে আর ভাবতে হচ্ছে না। কারণ এখন ডেটা চলে যাচ্ছে আকাশে—মানে ক্লাউডে! আর তার সাথেই নিশ্চিত হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা।

ক্লাউড কম্পিউটিং এমন একটি প্রযুক্তি যেখানে ব্যবহারকারীরা তাদের ফাইল, সফটওয়্যার ও ডেটা রাখতে পারেন ইন্টারনেট-ভিত্তিক সার্ভারে। আর ভালো খবর হলো—এই আকাশে উড়াল দেওয়া ডেটা থাকছে সম্পূর্ণ সুরক্ষিত।

কেন জনপ্রিয় ক্লাউড?

  • যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস

  • ফিজিক্যাল হার্ডড্রাইভের ঝামেলা নেই

  • অটো ব্যাকআপ ও রিকভারি সুবিধা

  • মাল্টি-লেয়ার সিকিউরিটি ও এনক্রিপশন

ক্লাউড কম্পিউটিং

বিশেষজ্ঞদের মতে, “ক্লাউড প্রযুক্তি শুধু সুবিধাই দিচ্ছে না, বরং ডেটা সুরক্ষায় নতুন এক মানদণ্ড তৈরি করছে।”

ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য—সবখানেই ক্লাউড


ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, এমনকি হাসপাতাল পর্যন্ত আজ ক্লাউডে নির্ভরশীল।

ক্লাউড কম্পিউটিং

এক আইটি বিশেষজ্ঞের ভাষায়—
“আগে আমরা ভাবতাম, ডেটা ক্লাউডে রাখলে সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে। এখন বলি—ডেটা যদি সুরক্ষিত রাখতে চাও, ক্লাউডে রাখো!”

Click here to watch its video>

SEE MORE>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version