বাংলাদেশ

গণতান্ত্রিক সংস্কারের আহ্বান, অন্তর্বর্তী সরকারকে সময়সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত

Published

on

সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দল ও জোটগুলো। তবে, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে তারা।

শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একাধিক রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি, গণফোরাম ও জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়। তবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও বাম গণতান্ত্রিক জোটকে আমন্ত্রণ জানানো হয়নি।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসহ বিভিন্ন সংবিধান সংশোধনের প্রস্তাবনা তুলে ধরা হয়। কিছু দল প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি না রাখার বিধান চালুর দাবি জানায়। পাশাপাশি, জাতীয় সংসদে ভোটের হারের ভিত্তিতে আসন বণ্টনেরও প্রস্তাব দেয় কিছু জোট।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। তবে, সংস্কার সম্পন্ন করতে কতদিন লাগবে বা বর্তমান সরকার কতদিন দায়িত্বে থাকবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ না করায় সরকার প্রয়োজনীয় সময় নিয়ে পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।

Latest Trending>>>>>

SEE MORE  >>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version