Bangladeshi Trending Topic
ঢাকায় সেনা অভ্যুত্থানের খবর, যা বলছে প্রেস উইং

ঢাকায় সেনা অভ্যুত্থানের খবর
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত সেনা অভ্যুত্থানের আশঙ্কার খবরকে “ভিত্তিহীন” বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্ট’-এ এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্রের মিথ্যা গল্প ছড়িয়ে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এটি “হাইব্রিড যুদ্ধের কৌশল”, যেখানে ভিত্তিহীন সংবাদ দিয়ে জনগণ ও প্রতিষ্ঠানের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়।
প্রেস উইং আরও জানায়, আনন্দবাজারের প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট ও বাস্তবতা বিবর্জিত। তাদের তথ্য “বলিউডের কোনো রোমান্টিক কমেডির চেয়ে কম নয়।”
৩০ জানুয়ারি আনন্দবাজার ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, সেনাবাহিনীর একটি অংশ বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ সরকার এ দাবিকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
NGN News
