সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি আজ
নিবন্ধন আইনসহ নির্বাচনী নানা ইস্যুতে আলোচনা হবে নির্বাচন কমিশনে
ঢাকা, ২০ এপ্রিল:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং আসন্ন নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। প্রতিনিধি দলে আরও থাকবেন—দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
এদিকে, এর আগের দিন শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় এনসিপির আরেকটি প্রতিনিধি দল। সেই বৈঠকে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, শামান্তা শারমীন, নাহিদা সারওয়ার নিভা, জাবেদ রাসিন ও সারোয়ার তুষার।