ঢাকা বিভাগ

বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি শ্রমিক কর্মচারী ফেডারেশনের

Published

on

বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি

বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফেডারেশনের সভাপতি কমরেড মানস নন্দী এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজীপুরের সারোবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা গত ১৫ ডিসেম্বর বন্ধ ঘোষণা করা হয়। এতে ৪২ হাজার শ্রমিক চাকরি হারান। এর আগের কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হয়নি। বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা গত এক মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

 

 

 

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের সঠিক সিদ্ধান্তের উপর ৪২ হাজার শ্রমিক এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। শ্রমিক আন্দোলন দমন করার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, বন্ধ কারখানা পুনরায় চালু এবং বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে।

 

 

 

ফেডারেশন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আলোচনার মাধ্যমে সংকট নিরসন করলে শ্রমিকদের জীবন ও পরিবারের স্থিতিশীলতা বজায় থাকবে এবং শিল্প খাতও উপকৃত হবে।

Advertisement

 

ngn news

See Related Video>>

See Related>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version