Naogaon

নওগাঁয় নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

Published

on

ভটভটি উল্টে

নওগাঁয় নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

নওগাঁয় নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) এবং বনগাঁপাড়া গ্রামের শামীম রেজা (২৮)। তারা দুজনই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, দুপুরে একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি যোগে বেশ কয়েকজন গরু ব্যবসায়ী উপজেলার ছাতড়া হাটে যাচ্ছিলেন। হাটে গিয়ে কোরবানির ঈদ উপলক্ষে গরু কেনার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু পথিমধ্যে সাংশাইল ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। দ্রুতগামী ভটভটি ব্রিজের ওপর থেকে পাশের খাদে পড়ে যায়।

ভটভটি উল্টে

নওগাঁয় নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত

দুর্ঘটনার সময় ভটভটির নিচে চাপা পড়েন শরিফ উদ্দিন ও শামীম রেজা। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। আহত সাতজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের ওই অংশ বেশ খারাপ এবং সরু। বারবার এ ধরনের ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হয়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভটভটিতে থাকা সবাই গরু কেনার জন্য ছাতড়া হাটে যাচ্ছিল। হঠাৎ করেই ব্রিজের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

ওসি আল মাহমুদ আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভটভটি উল্টে

নওগাঁয় নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

এদিকে দুর্ঘটনায় নিহত দুই ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের পরিবারের সদস্যরা এখন শোকে কাতর।

স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহে এ এলাকায় গরুর হাট বসে। হাটে গরু আনতে ও কিনতে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে এসব ভটভটিতে যাতায়াত করেন। তবে এভাবে প্রাণ ঝরে যাওয়ায় সবাই হতবাক।

এ ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পক্ষ থেকে সঠিক তদন্ত ও ক্ষতিপূরণের দাবি উঠেছে। বিশেষ করে এই ধরনের ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নওগাঁয় নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৭

প্রসঙ্গত, নওগাঁ অঞ্চলের অনেক গ্রামীণ সড়কই এখনো সরু ও ভাঙাচোরা। যার ফলে প্রায়শই ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এর আগে একই এলাকায় ভটভটি উল্টে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। সড়কের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামত এবং যানবাহনের মান যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হবে।

আরোও পড়ুন…

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version