গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৬০ জনকে আটক করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে অংশ নেয়।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই অভিযানে বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, মাজার বস্তি এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবং আসন্ন রমজান মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে তালিকাভুক্ত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক করা হয়েছে। গাঁজা, দেশীয় মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান
