বাংলাদেশ

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা 2025

Published

on

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতার স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। শনিবার (১ মার্চ) সকালে পাটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর বিজিবির কড়া অবস্থানের কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপপিলারের দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় ভারতের জিরো লাইনের মাত্র ৩ থেকে ৫ গজের মধ্যে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে বিজিবির একটি টহল দল সেখানে যায়। এ সময় বিপুল সংখ্যক বিএসএফ সদস্যও সেখানে উপস্থিত হয়ে কাঁটাতারের পাশে অবস্থান নেয়। এতে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে বিজিবির প্রতিবাদের মুখে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তের কলোনিপাড়া শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফের পক্ষে বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় কাঁটাতার নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, নাকি তাদের দেশের স্থানীয় গ্রামবাসীরা জেলা প্রশাসনের সহায়তায় বেড়া নির্মাণ করেছে। তবে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে, মৌখিক বক্তব্যে বিষয়টি মেনে নেওয়া হবে না। এ নিয়ে বিএসএফকে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করতে বলা হয়েছে।

 

আরো দেখতে….

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version