নওগাঁয় জেলা ও দায়রা জজের অফিস সহায়কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহায়ক নুর আলমের বিরুদ্ধে অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন এক অসহায় নারী, শারমিন বানু। অভিযোগ অনুযায়ী, তার স্বামীর জামিনের প্রতিশ্রুতি দিয়ে নুর আলম ৩০ হাজার টাকা নিলেও পরবর্তীতে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগীর অভিযোগ – অনিয়ম
শারমিন বানুর স্বামী প্রায় ১৩ মাস ধরে কারাগারে রয়েছেন। এই সময়ে, নুর আলম তাকে আশ্বাস দেন যে, তিনি জেলা জজের ঘনিষ্ঠ এবং নিয়মিত জামিনের ব্যবস্থা করতে পারেন। এই আশ্বাসে শারমিন বানু ৩০ হাজার টাকা দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জামিন না হওয়ায় তিনি টাকা ফেরত চাইলে নুর আলম বিষয়টি এড়িয়ে যেতে থাকেন এবং শেষ পর্যন্ত জানান, তিনি টাকা ফেরত দেবেন না।
শারমিন বানু বলেন,
“আমি অনেক কষ্টে ধার করে টাকা জোগাড় করেছিলাম। এখন সেই টাকা ফেরত পাচ্ছি না। ন্যায়বিচারের আশায় আমি আদালতে অভিযোগ করেছি।”
অভিযুক্তের বক্তব্য
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিস সহায়ক নুর আলম বলেন,
“আমি টাকা নিয়েছি, তবে জামিন করাতে পারিনি। আমি ২৭ মার্চের মধ্যে টাকা ফেরত দেব।”
এছাড়া, জামিন করিয়ে দেওয়ার ক্ষমতা সম্পর্কে তিনি দাবি করেন,
“আমার যথেষ্ট ক্ষমতা আছে, না হলে কীভাবে এতদিন ধরে জামিন করিয়ে আসছি?”
প্রশাসনিক প্রতিক্রিয়া
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন,
“ভুক্তভোগী নারী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অফিস সহায়ক ২৭ মার্চের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। না দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, অভিযুক্ত ব্যক্তি তার প্রতিশ্রুতি রাখেন কি না, নাকি প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে হয়।