যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর অর্থায়ন বন্ধ হওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম প্রথম আলো এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, চাকরিচ্যুতদের সবাই চুক্তিভিত্তিক গবেষণা প্রকল্পে কাজ করতেন।
২৫ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসের ইউএসএআইডির দপ্তর সব এনজিও ও অংশীদার প্রতিষ্ঠানকে কার্যক্রম স্থগিত বা বন্ধ করতে বলে। চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কথা উল্লেখ করা হয়, যেখানে বিদ্যমান সহায়তা স্থগিত ও নতুন সহায়তা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে জরুরি খাদ্যসহায়তা ও ইসরায়েল-মিসরের সামরিক সহায়তা এই আদেশের আওতার বাইরে থাকবে।