আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে আতিকুলসহ ছয়জন কারাগারে

ttt

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে আতিকুলসহ ছয়জন কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৯ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

rrrrr

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গ্রেপ্তার দেখানো অন্য পাঁচ আসামি হলেন—উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং মো. বশির উদ্দিন।

আজ দুপুরে আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, অন্য পাঁচ আসামিকে সকালেই আনা হয়। শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন।

প্রসিকিউশন জানায়, গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এই ছয়জনের সম্পৃক্ততা রয়েছে বলে সাক্ষীরা নিশ্চিত করেছেন। ট্রাইব্যুনালের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জারি করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Latest Trending>>>>>

SEE MORE  On X >>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *