Bangladeshi Trending Topic

আন্দোলনরত শিক্ষকদের ছত্র ভঙ্গ করতে জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ

Published

on

আন্দোলনরত শিক্ষকদের ছত্র ভঙ্গ করতে জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা সচিবালয়ের উদ্দেশে রওনা দিলে পুলিশ তাদের শিক্ষা ভবন মোড়ে বাধা দেয়। এরপর পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এর আগে, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ ও পদযাত্রা করেন আন্দোলনকারীরা। তারা জানান, ১১ দিন ধরে তারা টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যার লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৩১ অক্টোবর ৬,৫৩১ জন উত্তীর্ণ হন। তবে কয়েকজনের রিটের পর হাইকোর্ট ছয় মাসের জন্য নিয়োগ স্থগিত করে এবং ৬ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে নিয়োগ বাতিল করে রায় দেন।

এরপর থেকেই নিয়োগবঞ্চিতরা আন্দোলনে নামেন। তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন এবং জাতীয় প্রেসক্লাবের সামনে রাত কাটাচ্ছেন। এর আগেও একাধিকবার পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করেছে।

Latest Trending>>>>>

SEE MORE    >>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version