আমাদের পাশেই আরেক ইসরায়েল তৈরি হচ্ছে -নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

 আমাদের পাশেই আরেক ইসরায়েল তৈরি হচ্ছে’ — নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

ভারতের ওয়াকফ আইন বাতিল এবং দেশটির মুসলিমদের ওপর চলমান সহিংসতার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল নওগাঁ কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নওজোয়ান মাঠের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মুসলিমদের ওপর নির্যাতন এবং সম্পদ দখলের উদ্দেশ্যে ওয়াকফ আইনকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে বসে আমরা ফিলিস্তিনের জন্য কাঁদি, অথচ আমাদের পাশেই আরেকটি ‘ইসরায়েল’ তৈরি হচ্ছে—ভারতের নামেই।

বক্তারা যেসব বক্তব্য তুলে ধরেন:

নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

 আরমান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন,

“ফিলিস্তিনে গণহত্যা নিয়ে আমরা অনেক বলি, কিন্তু পাশেই ভারতের মুসলিমরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছেন। ওয়াকফ আইনকে অস্ত্র করে মোদি সরকার মুসলিমদের সম্পদ দখল করছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।”

 দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক বলেন,

“ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ভারতের বিরুদ্ধে কথা বলায় বুয়েট শিক্ষার্থী আবরারকে শহিদ হতে হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন, ভারতীয় দালালি করে টিকে থাকা যাবে না।”

 খন্দকার রেজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি বলেন,

“ভারত সীমান্তে আমাদের ভাইদের গুলি করে মারছে, আন্তর্জাতিক আইন না মেনে কাঁটাতারের বেড়া দিচ্ছে। মুসলমানদের বাড়িঘর দখল করছে। এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।”

  এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রহমান (গণ অধিকার পরিষদ), মুফতি ইসরাফিল আলম, মুফতি আব্দুস সাত্তারসহ আরও অনেকে

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

“ভারতীয় ওয়াকফ আইন বাতিল না হলে ‘মার্চ ফর দিল্লি’ কর্মসূচি ঘোষণা করা হবে।”

See More>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *