আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের স্বার্থরক্ষায় মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র জাতিগত গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে কিছু মাত্রায় যোগাযোগ রাখা প্রয়োজন। তবে তাদের নন-স্টেট অ্যাক্টর হিসেবে আনুষ্ঠানিক বা সরাসরি সরকারি যোগাযোগ করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন,
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত।
কারণ, মিয়ানমারের একটি বড় জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানোর স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের নিতে হবে।“
তিনি আরও বলেন,
“রাখাইনের সীমান্ত অঞ্চলে এখন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই। সম্পূর্ণভাবে নন-স্টেট অ্যাক্টরদের হাতে। তাই নিজেদের স্বার্থে যোগাযোগের প্রয়োজন হতে পারে। তবে তা হবে প্রয়োজনীয় পর্যায়ে, আনুষ্ঠানিক যোগাযোগ নয়।“
এছাড়া রাখাইন রাজ্যে বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য ‘মানবিক করিডোর’ গঠনের বিষয়ে নীতিগতভাবে বাংলাদেশ সম্মত রয়েছে বলেও জানান উপদেষ্টা। তবে তিনি পরিষ্কার করেছেন,
“বাংলাদেশ কিছু শর্ত দিয়েছে। সেই শর্তগুলো পূরণ হলে মানবিক করিডোরের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।“