আশুলিয়ায় শবে বরাতের সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন, এর মধ্যে ৪ জন শিশু। তাদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।
আশুলিয়ায় শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় একটি দুই তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।
দগ্ধরা হলেন: মোছা. সূর্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় একই পরিবারের ১১ জন দগ্ধ হন। তাদের প্রথমে নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে রেফার করা হয়।
One thought on “আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ”