সড়ক ও জনপথ বিভাগের আকস্মিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে, যার ফলে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কোনো পূর্বঘোষণা ছাড়াই বগুড়ায় সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় পেট্রোল পাম্প মালিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা হলেও এমন অভিযান আগে কখনো দেখা যায়নি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল জানান, “এই অন্যায় উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব।”
ধর্মঘটের খবরে নাটোর, রাজশাহী, বগুড়া, পাবনাসহ বিভিন্ন অঞ্চলের পাম্পগুলোতে রাত থেকেই তেল সংগ্রহের জন্য মানুষের ভিড় দেখা যায়।
অনেকে ৫-১০ লিটার করে তেল সংগ্রহ করেছেন
অনেক পাম্পে তেল ফুরিয়ে যাওয়ায় গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়েছে
কিছু পাম্প মালিক আগেভাগেই পাম্প বন্ধ করে দিয়েছেন
মোটরসাইকেল চালক অনিক মাহমুদ বলেন, “সারাদিন কাজে বাইক নিয়ে ছুটতে হয়, তাই ধর্মঘটের খবর পেয়ে তেল নিতে এসেছি। কিন্তু অনেক পাম্পে তেল শেষ হয়ে গেছে।”
এই ধর্মঘটের কারণে সাধারণ জনগণের চলাচল ও যানবাহন পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। ব্যবসায়ীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিভাবে পরিস্থিতি সামাল দেয়।