কৃষককে তুলে নেওয়ার প্রতিবাদে ভারতীয় কৃষককেও ধরে আনল বাংলাদেশিরা
দিনাজপুর |
দিনাজপুরের বিরল সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি কৃ ষক মো. আলামিনকে আটক করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদস্বরূপ, সীমান্তবর্তী বাংলাদেশি জনগণ শূন্যরেখায় থাকা ভারতীয় কৃ ষক নারায়ন চন্দ্র রায়কে ধরে এনে ৪২ বিজিবি ব্যাটালিয়নের কাছে সোপর্দ করে।
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিকেল ৪টায় ৩২৩ নম্বর মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ তাদের নাগরিকদের শান্তিপূর্ণভাবে হস্তান্তর করে।
👉 বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম।
👉 ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার।
বিজিবির আহ্বান
📌 সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
📌 বিজিবি সীমান্ত আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেছে।
👉 এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। তবে দুই দেশের বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
One thought on “কৃষককে তুলে নেয়ার প্রতিবাদে ভারতীয় কৃষককেও ধরে আনে বাংলাদেশিরা”