দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের আটক ও পরবর্তীতে তাদের বিনিময় সংক্রান্ত এ ঘটনা সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। বিএসএফ কর্তৃক বাংলাদেশি কৃষক মো. আলামিনকে আটক করার পর সীমান্তবর্তী বাংলাদেশি জনগণ এর প্রতিবাদে শূন্যরেখায় থাকা ভারতীয় কৃষক নারায়ন চন্দ্র রায়কে ধরে এনে ৪২ বিজিবি ব্যাটালিয়নের কাছে সোপর্দ করে।
বিজিবি এবং বিএসএফ কর্তৃপক্ষের মধ্যে বিকেল ৪টায় ৩২৩ নম্বর মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ তাদের নাগরিকদের শান্তিপূর্ণভাবে হস্তান্তর করে।
এ বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম জানান, সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য উভয় পক্ষই এ ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করে। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার।
ঘটনার পর বিজিবি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানায় এবং সীমান্ত এলাকায় আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরে।