আন্তর্জাতিক বাংলা
কেমন হবে ঈদযাত্রা,উত্তরের মহাসড়কে

কেমন হবে ঈদযাত্রা:উত্তরের মহাসড়কে
সাসেক ২ প্রকল্পের আওতায় যমুনা সেতু পশ্চিম সংযোগ থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ সিংহভাগ শেষ হওয়ায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। তবে কিছু জায়গায় ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-বগুড়া , যেখানে নির্মাণকাজ চলমান থাকায় কিছু স্থানে যানজটের আশঙ্কা রয়েছে।
যানজটের আশঙ্কা ও স্বস্তির খবর
যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২২ জেলার যানবাহন চলাচল করে। ঈদের সময় যাত্রী ও যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, যার ফলে যমুনা সেতু পশ্চিম সংযোগ তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রতিবছর যানজট লেগেই থাকে।
তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। সাসেক ২ প্রকল্পের আওতায় এই মহাসড়কের চারলেনে উন্নীতকরণ প্রায় ৮০% সম্পন্ন হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে, যা যানজট কমাতে সহায়ক হবে। ঈদের আগেই হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী দুটি সার্ভিস লেন চালু করা হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি কমাবে।
চালক ও যাত্রীদের অভিমত
রংপুর থেকে ঢাকাগামী বাসচালক আব্দুল মতিন বলেন, “এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভালো হবে। সড়কের অবস্থা আগের চেয়ে উন্নত হওয়ায় যানজটের সমস্যা কম থাকবে বলে আশা করা যাচ্ছে।”
বগুড়া থেকে ঢাকাগামী বাসের চালক আশরাফ হোসেন বলেন, “মহাসড়কের চার লেনের কাজ প্রায় শেষ। তবে ঢাকা-বগুড়া মহাসড়কের কিছু অংশে নির্মাণকাজ চলমান থাকায় কিছুটা যানজটের সম্মুখীন হতে পারে যাত্রীরা।”
কর্তৃপক্ষের প্রস্তুতি
সাসেক ২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান জানিয়েছেন, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বেশ কিছু স্থানে জরুরি মেরামত ও বর্ধিতকরণের কাজ করা হচ্ছে।”
হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানান, “ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হবে, যাতে যানজট ও নিরাপত্তাজনিত কোনো সমস্যা সৃষ্টি না হয়।”
উপসংহার
সব মিলিয়ে উত্তরবঙ্গের এবারের ঈদযাত্রা আগের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করা যাচ্ছে। তবে ঢাকা-বগুড়া কিছু অংশে যানজটের আশঙ্কা থাকায় যাত্রীদের উচিত আগেভাগে প্রস্তুতি নেওয়া ও যাত্রার সময়সূচি ঠিক করে নেওয়া।
