জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি ও বেসরকারি অফিসে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার থেকে বিশেষ সেলে জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত জমা পড়েছে ৫০০-এরও বেশি আবেদন। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত সিভি গ্রহণ করা হবে।
যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে আন্দোলনে আহতদের নিয়োগ দেয়া হবে।
জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’। গত ২০ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করবে বিশেষ সেল। এর অংশ হিসেবে আহতদের কাছ থেকে সিভি সংগ্রহ করা হচ্ছে।
আহতদের পুনর্বাসনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিশেষ সেলের প্রধান হাসান ইনাম বলেন, “এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশত সিভি জমা পড়েছে। আমরা মোটামুটি একটা চিত্র বুঝতে চেষ্টা করছি যে, কতজনের চাকরি প্রয়োজন এবং কী পরিমাণ পুনর্বাসন দরকার। সিভিগুলো শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শ্রেণিবিন্যাস করা হচ্ছে, যেমন- মাস্টার্স, অনার্স, এইচএসসি, এসএসসি। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা রয়েছেন, যারা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করবেন।”
আন্দোলনে আহত ইয়াসিন, বর্তমানে ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-এর একজন সদস্য, বলেন, “আন্দোলনে আহতরা আমাদের সেলের অফিসিয়াল ইমেইলে সিভি পাঠাচ্ছেন। আমরা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদের শ্রেণিবিন্যাস করছি। পাশাপাশি ৭ দিনের একটি ক্যাম্পেইনের পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারির ১ বা ২ তারিখ থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”