নওগাঁ জেলা পুলিশের অভিযানে ১৩টি চোরাই গরু উদ্ধার, এক চোর আটক
আত্রাই থানার নৈদিঘী গ্রামে রাতের অন্ধকারে গরু চুরি
গত ১৪ মার্চ ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১১টা থেকে ৩টা পর্যন্ত নওগাঁ জেলার আত্রাই থানাধীন নৈদিঘী গ্রামে বড় ধরনের গ রু চুরির ঘটনা ঘটে।
জনৈক মোঃ মোরশেদ আলী শেখ এর বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গ রু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ গ রু চোর চক্র।
তদন্তে নেমে নওগাঁ জেলা পুলিশের সাফল্য
ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশের একাধিক বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২২ মার্চ ২০২৫ খ্রি. আত্রাই থানা পুলিশ চোরচক্রের সদস্য মোঃ ছোটন প্রামানিক (২৭) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন প্রামানিক ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।
১৩টি চোরাই গরু উদ্ধার, রাজনীতিকের সম্পৃক্ততা উদঘাটন
গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আত্রাই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে
মোঃ আঃ গফুর শাহ (৪০) এর গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গ রু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গ রুগুলোর মধ্যে আত্রাই থেকে চুরি হওয়া ৫টি গ রু রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মোঃ আঃ গফুর শাহ বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
চলছে বাকি আসামিদের গ্রেফতার অভিযান
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ ছোটন প্রামানিক এর বিরুদ্ধে ইতিপূর্বেও আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।
নওগাঁয় র্যাবের অভিযানে ১১৯ কেজি গাঁজা ও ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার – বিশাল ধরা!
2 thoughts on “নওগাঁ জেলা পুলিশের অভিযানে ১৩টি চোরাই গরু উদ্ধার, এক চোর আটক”