Connect with us

ঢাকা বিভাগ

গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে সিএনজি অটোরিক্সা চালকদের সড়ক অবরোধ

Published

on

অটোরিক্সা

চাঁদাবাজি

গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে সিএনজি অটোরিক্সা চালকদের সড়ক অবরোধ

গাজীপুরে সিএনজি অটোরিকশা চালকরা চাঁদাবাজি এবং হাইওয়ে পুলিশের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টা থেকে চালকরা ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় এই বিক্ষোভ করেন।

চাঁদাবাজদের আটক করে পুলিশের হাতে সোপর্দ

বিক্ষোভ চলাকালে সিএনজি চালকরা এহসানুল হক (২৫) ও মো. সাদ্দাম হোসেন (৩২) নামে দুই চাঁদাবাজকে ধরে ফেলে এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।

চাঁদাবাজি

চালকদের অভিযোগ

সিএনজি চালকদের অভিযোগ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম মোল্লার নেতৃত্বে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রতিদিন জোরপূর্বক ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং কখনো কখনো চালকদের মারধর করা হয়।

এছাড়া, হাইওয়ে সড়কে বৈধ সিএনজি অটোরিকশাগুলো চলাচল করলে পুলিশের মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে, কিন্তু অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশাগুলো নির্বিঘ্নে চলাচল করছে।

চাঁদাবাজি

আন্দোলনকারীদের বক্তব্য

বিক্ষোভকারীরা জানান, চাঁদাবাজির বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হালিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুলিশের প্রতিক্রিয়া

এ বিষয়ে বাসন থানার ওসি কায়সার আহমদ বলেন, “সিএনজি চালকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।”

পরিস্থিতি আপাতত শান্ত

পুলিশের আশ্বাসে চালকরা আন্দোলন স্থগিত করেছেন। তবে তারা জানিয়েছেন, দাবি না মানা হলে পরবর্তীতে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

 

আরোও পড়ুন…

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.