চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. হাবিল উদ্দিন নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে গমক্ষেতে পানি দিতে গিয়েছিলেন হাবিল। এ সময় বিএসএফের গুলিতে তিনি পিঠে আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হাবিলের পিঠে গুলি আটকে আছে এবং তার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ। তাকে ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।
৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোরে সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলির শব্দ শোনা গেছে। এ বিষয়ে বিএসএফের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হবে।
সম্প্রতি কিরণগঞ্জ ও চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও কৃষি জমি সংক্রান্ত বিষয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে ওই এলাকাগুলো শান্ত থাকলেও তেলকুপি সীমান্তে এই গুলির ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
সীমান্ত এলাকায় কৃষি কাজ করতে গিয়ে গুলি বর্ষণের ঘটনা নতুন নয়। তবে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ যেমন আহত হচ্ছে, তেমনি দুই দেশের মধ্যে দ্বন্দ্বও জটিল হয়ে উঠছে।