অন্যান্য

চিত্রনায়িকা পরীমনির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি।

Published

on

 

মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ রোববার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আদালতে হাজির না থাকার কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত।

 

 

একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পরীমনির আইনজীবী জানান, মামলার অভিযোগ গঠন শুনানির দিন সময় চেয়ে আবেদন করলেও আদালত তা নাকচ করেন এবং অভিযোগ গঠনের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

২০২২ সালের ১৮ জুলাই নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৮ জুন সাভারের বোট ক্লাবে পরীমনি ও তাঁর সহযোগীরা ওয়াশরুম ব্যবহার এবং অ্যালকোহল পান করেন। ক্লাব ত্যাগের সময় একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে চেয়ে রাজি না হওয়ায়, পরীমনি নাসির উদ্দিনকে গালমন্দ করেন এবং একটি গ্লাস ছুড়ে মারেন, যা নাসিরের মাথা ও বুকে লাগে।

২০২৩ সালের এপ্রিলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরীমনি এবং জুনায়েদ বোগদাদীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেয়। পিবিআইয়ের তদন্তে নাসিরের ওপর পরীমনির গ্লাস ছোড়ার ঘটনা এবং জুনায়েদের দ্বারা নাসিরের মারধরের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনি নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২০২২ সালের মে মাসে তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেক মামলায় পরীমনির বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ, যা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

Advertisement

Latest Trending>>>>>

SEE MORE  >>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version