ছাত্রলীগ নেতার গোপন বৈঠক
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গোপন বৈঠক শেষে ফেরার পথে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নগরের মালোপাড়া এলাকার একটি রেস্তোরাঁর সামনে শিক্ষার্থীরা আব্দুল্লাহ আল মেহেদী হাসান ওরফে হিমেলকে আটক করেন। মোবাইল চেক করে দেখা যায়, তিনি আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত। পরে শিক্ষার্থীরা তাকে রিকশায় করে বোয়ালিয়া থানায় নিয়ে যান।
মেহেদী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। বর্তমানে রাজশাহীতে বসবাস করেন।
বোয়ালিয়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, ৫ আগস্টের হামলার মামলায় তদন্তাধীন আসামি হিসেবে মেহেদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
NGN News
One thought on “ছাত্রলীগ নেতার গোপন বৈঠক”