জামালপুরে ১৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি
জামালপুর:
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে জামালপুরে ১৭ পরীক্ষার্থীকে বহিষ্কার এবং সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৭টি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষার্থীদের শৃঙ্খলার প্রতি প্রশাসনের কঠোর মনোভাব
এ ঘটনায় জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে ১ জন, ইসলামপুর উপজেলার ৪নং চর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৪ জন, এবং মাদারগঞ্জ উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্র থেকে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, এসব কেন্দ্রে দায়িত্বে থাকা ৮ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন:
নাছিমা বেগম, সহকারী শিক্ষক, ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ
আলম ওয়ালিউল্লাহ, সহকারী শিক্ষক, বেনুয়ার চর এম এইচ উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ
শাহজাহান কবির, সহকারী শিক্ষক, শ্যামপুর উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ
মো. রুহুল আমিন, সহকারী শিক্ষক, ৪নং চর হাই স্কুল অ্যান্ড কলেজ, ইসলামপুর
রাসেল সরদার, সহকারী শিক্ষক, পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ
অভিযান চালিয়ে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন
মাদারগঞ্জ পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন,
“পরিদর্শনের সময় পরীক্ষা চলাকালীন ৪টি পরীক্ষাকেন্দ্রে ১২জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এছাড়া, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন,
“দায়িত্বে অবহেলার জন্য ৫ জন শিক্ষককে অব্যাহতি এবং অসদুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।”
প্রশাসনের দৃঢ় পদক্ষেপ
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন,
“শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”