ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ৫ জেলায়, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
দুপুর ১টার মধ্যে রংপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামে ঝড়বৃষ্টির পূর্বাভাস
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ |
NGN News |
আবহাওয়া ডেস্ক
দুপুর ১টার মধ্যে দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা সতর্ক বার্তায় জানানো হয়, রংপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সতর্ক বার্তায় স্বাক্ষর করেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
এদিকে, ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রোববার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
NGN Weather Alert
জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।