বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় পথচারীসহ নিহত ২, আহত ২১
বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টায় উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের গাড়িদহ রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়:
নিহত ব্যক্তিরা হলেন—খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৬)।
আহতদের অবস্থা:
এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঝাজর গ্রামের একদল শ্রমিক ভটভটিতে করে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী ট্রাক তাদের ভটভটিকে ধাক্কা দিলে শ্রমিকেরা ছিটকে পড়ে যান। এতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
এর আগে, ট্রাকটি এক পথচারীকে চাপা দেয়। পথচারী হানিফ উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান।
উদ্ধার ও আইনগত ব্যবস্থা:
শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সড়ক নিরাপত্তার প্রশ্ন:
শেরপুর-কাজীপুর সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যানবাহন ও অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয়রা প্রশাসনের কাছে এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।