ট্রাম্পের বিরুদ্ধে উত্তাল রাজপথ, ৫০ রাজ্যে একযোগে বিক্ষোভ

ট্রাম্পের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ

ট্রাম্পের বিরুদ্ধে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ।

‘৫০৫০১’ নামে পরিচিত এই কর্মসূচির অর্থ— “৫০টি রাজ্যে ৫০টি বিক্ষোভ, এক আন্দোলন”। এই আন্দোলনটি আয়োজন করা হয় আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে।

শুধু হোয়াইট হাউজের সামনেই নয়— নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, বোস্টন, শিকাগোসহ বহু শহরে বিক্ষোভকারীরা জড়ো হন। টেসলা ডিলারশিপ ও শহরের কেন্দ্রস্থলেও ছিলো বিক্ষোভের ঢল। তারা সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদকারীদের অন্যতম দাবি ছিলো— ভুলবশত এল সালভাদরে ফেরত পাঠানো কিলমার আবরেগো গার্সিয়াকে ফের দেশে আনা হোক
সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিক্ষোভকারী গিহাদ এলজেন্ডি বলেন,

“এই অন্যায়ের প্রতিবাদ করতেই আমি এখানে এসেছি। ট্রাম্প চাইলে গার্সিয়াকে ফিরিয়ে আনতে পারেন।”

ট্রাম্পের বিরুদ্ধে

বিক্ষোভকারীদের হাতে ‘No Kings

লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে, যা ইংরেজ শাসনের বিরুদ্ধে আমেরিকান বিপ্লবের চেতনার প্রতীক।

ডেমোক্র্যাট নেতা সুহাস সুব্রামানিয়াম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেন যেখানে ট্রাম্পের সাইন বহনকারী এক ব্যক্তিকে ধস্তাধস্তি করতে দেখা যায়। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ছিলো।

এদিকে, গ্যালাপ ও রয়টার্স-ইপসুস জরিপ বলছে— ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। বর্তমানে তার জনসমর্থন ৪৩ শতাংশ, যা আগের চেয়ে অনেকটাই কম।

ট্রাম্পের বিরুদ্ধে

এর আগে এ মাসেই “দ্য পিপলস মার্চ”-এও হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। এই কর্মসূচিটি ২০১৭ সাল থেকে নিয়মিত হয়ে আসছে।

আয়োজকরা বলছেন,

“আমরা ট্রাম্পিজমের বিরুদ্ধে এবং প্রকৃত স্বাধীনতার পক্ষে কথা বলছি।”


👉 আরও খবরের জন্য চোখ রাখুন NGN News-এ।

See More>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *