পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত

ডাকাত

ডাকাত

পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত, আহত ২

নওগাঁয় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়ার মুখে ট্রাক উল্টে এক ডা কা ত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ডাকাত। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে, জেলার মহাদেবপুর উপজেলায় একটি বাড়িতে ডা কা তি র সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বের হয়ে এলে ডা কা ত রা ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ খবর পেয়ে দ্রুত অভিযান চালায়।

ডাকাত

পুলিশি ধাওয়ার মুখে দুর্ঘটনা

মহাদেবপুর থানা ও নওগাঁ সদর থানার যৌথ অভিযানে ডা কা ত দের পালানোর পথ রুদ্ধ করতে নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ছয়টি স্থানে ব্যারিকেড দেওয়া হয়। কিন্তু ডা কা ত রা ব্যারিকেড ভেঙে ট্রাক চালিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

নিহত ও আহতদের পরিচয়

পুলিশ নিহত ডা কা তের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। আহত ডাকাতদের আটক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম মাছুম (৩২) ও রুবেল (৩১)।

পুলিশের বক্তব্য

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন,
“খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। ডা কা ত রা পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের ধরা সম্ভব হয়েছে। আহত ডা কা ত দের পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”

ডাকাত

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন,
“ডা কা তি র ঘটনাস্থল মহাদেবপুর হওয়ায় সেই থানাতেই মামলা হবে। ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পরবর্তী ব্যবস্থা

পুলিশ জানিয়েছে, আহত ডাকাতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে। একই সঙ্গে ট্রাকে উদ্ধার করা গরু ও ছাগলের মালিকানা যাচাই করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, যাতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

আরোও পড়ুন….

Please follow and like us:

2 thoughts on “পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial