গাজীপুরের শ্রীপুরে এক পুলিশ সদস্যকে অটোরিকশায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানিয়েছেন, বুধবার বিকালে ঘটনার পর পার্শ্ববর্তী ভালুকা উপজেলার জমিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অটোরিকশাসহ চালককে আটক করা হয়েছে।
এটি ঘটেছিল শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায়, যেখানে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছিল। ওই সময় একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে গতিবেগ বাড়ান। পুলিশ সদস্য অটোরিকশার ডান পাশে ঝুলে গিয়ে থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক গাড়ি চালিয়ে যায় এবং প্রায় এক কিলোমিটার তাকে টেনে নিয়ে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যকে টেনে নিয়ে যাওয়া হয় এবং জনগণ ঘটনার প্রতি প্রতিবাদ জানায়। পুলিশ সদস্য এবং চালকের মধ্যে টানাপোড়েনের কারণে তার ওপর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ফলে তদন্ত শুরু হয়েছে।