Connect with us

বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় নিয়ে শশী থারুরের উদ্বেগ: জামায়াত কি ক্ষমতায় আসছে?

Published

on

ডাকসু-নির্বাচন

ভারতের কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে উত্থান ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের উল্লেখযোগ্য বিজয়ের পর তিনি এ মন্তব্য করেন।

থারুরের সতর্কবার্তা

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক্সে দেওয়া পোস্টে থারুর লিখেন, ভারতের অনেকের কাছে এটি হয়তো ছোট একটি ঘটনা মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এটি সামনের দিনের জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত।

তিনি প্রশ্ন তোলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে (২০২৬) অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কি সরকার গঠন করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল কি জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবে?

থারুর বলেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনগণের অসন্তোষ ক্রমেই বাড়ছে। যারা এই দুই দলের ওপর বিরক্ত, তারা জামায়াতের দিকে ঝুঁকছেন। তবে এটি ধর্মান্ধতার কারণে নয়, বরং জামায়াতকে এখনো তুলনামূলক “পরিচ্ছন্ন” রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হচ্ছে।

ডাকসু নির্বাচনে শিবিরের বড় জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) মোট ১৫টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৯টিতে জয় লাভ করেছে।

সহসভাপতি (ভিপি) পদে শিবির নেতা আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৩ ভোট এবং উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের ১ হাজার ১০৩ ভোট এবং প্রতিরোধ পরিষদের তাসনিম আফরোজ এমি মাত্র ৬৮ ভোট পান।

Advertisement

ভারতের দৃষ্টিভঙ্গি

থারুর শঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশে যদি জামায়াত রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়, তবে ভারতের জন্য কূটনৈতিক বাস্তবতা বদলে যেতে পারে। তখন নয়াদিল্লিকে নতুন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

 

আরও পড়ুন

video

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.