ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতি নিয়ে সারজিসের বক্তব্য

111

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে বাধ্যতামূলকভাবে জড়িত থাকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত ‘কনসার্ট ফর ইয়ুথ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ngn news2

সারজিস আলম বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ছিলাম। হলে থাকতে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকতে হতো। কিন্তু সুযোগ পেলে আমরা সেই শৃঙ্খল ভেঙে বুক চিতিয়ে প্রতিবাদ করেছি। ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে আমরা লড়াই করেছি। আমার সঙ্গে থাকা সহযোদ্ধারা হলের ছাত্রলীগ নেতাদের মুখের ওপর না বলে দিয়ে আলাদা ব্যানারে শাহবাগে এসেছে।”

গুজব এবং আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, “গুজব লীগ গুজব ছড়াতে থাকবে। হাজার কোটি টাকা পাচার করে মুখে চুনকালি মেখে তারা যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না, তখন প্রোপাগান্ডা ছড়ায়। আমরা এ ধরনের অপপ্রচারের কোনো জায়গা বাংলাদেশে আর দেব না।”

পঞ্চগড়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে নিয়ে নতুন করে যদি আমরা পঞ্চগড়ের উন্নয়ন নিয়ে লড়াই শুরু করি, তাহলে ব্যক্তিস্বার্থ কিংবা দলীয় স্বার্থ নয়, পঞ্চগড়বাসীর স্বার্থ সবার আগে থাকবে। ঐক্যবদ্ধভাবে এই লড়াই করতে পারলে পিছিয়ে পড়া পঞ্চগড় একদিন বাংলাদেশের সবচেয়ে এগিয়ে যাওয়া জেলা হবে।”

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা সারজিস আলমের পাশে ছিলেন।

Latest Trending>>>>>

SEE MORE  On X >>>>

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial