নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে এ মামলা দায়ের করে। পরবর্তীতে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারেননি; তার পক্ষে আইনজীবী অ্যাডভো

কেট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপনে অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাসের আবেদন করেন। আদালত সব আসামিকে খালাস প্রদান করেন।

উল্লেখ্য, মামলার অন্যান্য আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনসহ আরও কয়েকজন ছিলেন। তবে মওদুদ আহমদ ও এ কে এম মোশাররফ হোসেনের মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান নাইকো দুর্নীতি মামলার অবসান হলো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial