দুই সপ্তাহ ধরে দাঁড়াতে পারছেন না রাশমিকা

ngn news

বলিউডের সুপারস্টার সালমান খানের সঙ্গে শুটিং করার সময় দুর্ঘটনায় আহত হন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা। এরপর থেকে নিজের পায়ে দাঁড়াতে পারছেন না তিনি।

পিঙ্কভিলার একটি সূত্র জানায়, রাশমিকা সম্প্রতি জিমে গিয়ে আঘাত পেয়েছেন এবং বর্তমানে বিশ্রামে থেকে সুস্থ হওয়ারচেষ্টা করছেন। তার পরবর্তী কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে শিগগিরই শুটিংয়ে ফিরবেন তিনি।

 

ngn news 2

 

 

দুর্ঘটনার পর থেকেই রাশমিকার সঙ্গী হয়ে রয়েছে হুইলচেয়ার, আর এখনো নিজের পায়ে দাঁড়াতে পারছেন না তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রাশমিকা তার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। ভিডিওতে তিনি লেখেন, “গত দুই সপ্তাহ ধরে দাঁড়াতে পারছি না, কিন্তু আমার অনুভূতিটা মিস করছি। এই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে।” তিনি আরো বলেন, “দয়া করে নিজের যত্ন নিন এবং সাহসী হন। আপনার জন্য ভালোবাসা ও সাহস পাঠাচ্ছি।”

এছাড়া, রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে এবং একটি পেশিতেও আঘাত রয়েছে।

তবে তার ভক্তদের জন্য ভালো খবর, রাশমিকা ‘ছাভা’ সিনেমার প্রচার করছেন এবং খুব শিগগিরই পর্দায় নতুন চরিত্রে ফিরছেন। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি, যেখানে তিনি অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন।

Latest Trending>>>>>

SEE MORE  On X >>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *