নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হলে চাল-আম সরবরাহ বন্ধের হুঁশিয়ারি | Ngn News

নওগাঁ

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হলে চাল-আম সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

 

নওগাঁ

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের চেষ্টা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটি। তারা জানিয়েছে, প্রয়োজনে চাল ও আম সরবরাহ বন্ধসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

শনিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নওগাঁ জেলার সর্বস্তরের জনগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আন্দোলনের ঘোষণা

বক্তারা জানান, নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের উদ্যোগে গঠিত আন্দোলন কমিটি যে কোনো মূল্যে কলেজটি রক্ষার জন্য প্রস্তুত। বিএনপি, জামায়াত, বাসদ, একুশে পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা সমাবেশে একাত্মতা প্রকাশ করেন।

এর আগে, শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএমএ নওগাঁর সভাপতি ইস্কেন্দার হোসেনকে আহ্বায়ক করে ‘নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটি’ গঠন করা হয়।

অধ্যক্ষের বক্তব্য

নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ মুক্তার হোসেন বলেন, “সংবাদমাধ্যমের তথ্যমতে, নতুন ছয়টি মেডিকেল কলেজ মানোন্নয়নে পিছিয়ে আছে। সরকার এসব কলেজের শিক্ষার্থীদের অন্য মেডিকেলে স্থানান্তর করার পরিকল্পনা করছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।”

প্রতিবাদ সমাবেশের প্রধান বক্তাদের মতামত

সমাবেশে নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ইস্কেন্দার হোসেন বলেন, “নওগাঁ মেডিকেল কলেজ কখনোই মানহীন নয়। প্রতি চারজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছে, যা দেশের অন্য মেডিকেল কলেজে বিরল। আমাদের কলেজের শিক্ষার্থীরা বরাবরই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শীর্ষস্থান অর্জন করেছে। এত ভালো ফলাফলের পরও কলেজ বন্ধের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা। যদি এই কলেজ বন্ধ করা হয়, তাহলে নওগাঁ থেকে চাল-আম সরবরাহ বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

বক্তারা বলেন, “শুধুমাত্র ভবন না থাকা মানের মাপকাঠি হতে পারে না। যদি কোনো ঘাটতি থাকে, তবে তা সরকারকেই পূরণ করতে হবে। মান উন্নয়নে পদক্ষেপ না নিয়ে কলেজ বন্ধের সিদ্ধান্ত পুরোপুরি অযৌক্তিক। এটি বাস্তবায়ন হলে দেশের মেডিকেল শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় বিশাল ঘাটতি তৈরি হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকুচিত হয়ে পড়বে।”

সমাবেশের শেষ পর্যায়ে বক্তারা সরকারের কাছে নওগাঁ মেডিকেল কলেজ রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Please follow and like us:

One thought on “নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হলে চাল-আম সরবরাহ বন্ধের হুঁশিয়ারি | Ngn News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial