Connect with us

ঢাকা বিভাগ

বেক্সিমকো শ্রমিকদের বিক্ষোভ শতাধিক যানবাহন ভাঙচুর, বাসে অগ্নিসংযোগ।

Published

on

বেক্সিমকো শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কাশিমপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভে নেমেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বুধবার বিকেলে চক্রবতী মোজার মিল এলাকায় তারা চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবরোধ করেন এবং বিক্ষোভ চলাকালীন শতাধিক যানবাহনে ভাঙচুর চালান। পাশাপাশি ৪-৫টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়।

বিকেলে শ্রমিকদের বিক্ষোভ চরম আকার ধারণ করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ৮টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ngn news

 

শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব জানান, কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

জানা যায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে গত ডিসেম্বর থেকে প্রায় ৪২ হাজার শ্রমিক আন্দোলন করে আসছেন। গতকালও শ্রমিকরা বিশাল সমাবেশ করে একই দাবি জানান। আজকের বিক্ষোভ সেই ধারাবাহিকতার অংশ।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

Latest Trending>>>>>

SEE MORE  On X >>>>

SEE MORE>>

Continue Reading
Advertisement
1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.