Naogaon
নওগাঁয় আমের বাম্পার ফলনের আশা

নওগাঁয় আমের বাম্পার ফলনের আশা
নওগাঁয় বাগানে বাগানে এখন আমের মুকুলের স্নিগ্ধ সৌরভ। ম-ম ঘ্রাণে মোড়ানো চারপাশ, আর গাছের ডালে ঝুলে থাকা অসংখ্য মুকুল জানিয়ে দিচ্ছে আসন্ন আম মৌসুমের বার্তা। কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি, কারণ গত কয়েক বছরের তুলনায় এবার আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে। এতে উচ্চ ফলনের আশা করছেন জেলার কৃষকরা।
নওগাঁর সাপাহার, পোরশা ও পত্নীতলা উপজেলা জেলার সবচেয়ে বেশি আম উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। এসব এলাকায় ঘুরে দেখা গেছে, প্রায় সব বাগানেই মুকুলে ছেয়ে গেছে গাছ। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় কোনো রোগবালাই দেখা যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে অনেক কৃষক বাগানে ছত্রাকনাশক প্রয়োগ করছেন।
জেলার কৃষি বিভাগ জানিয়েছে, এবার নওগাঁয় সাড়ে চার লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।
