নওগাঁয় মানববন্ধন: দৈনিক যায়যায়দিন পত্রিকার বাতিলকৃত ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি 2025 | Ngn News

নওগাঁয় মানববন্ধন

নওগাঁয় মানববন্ধন

নওগাঁ সদর প্রতিনিধি

নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে দৈনিক যায়যায়দিন পত্রিকার বাতিলকৃত ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন। আজ সোমবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহর মুক্তির মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

নওগাঁয় মানববন্ধন

নওগাঁয় মানববন্ধন:

মানববন্ধনে উপস্থিত ছিলেন এখন টিভির নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী,সময় টিভির এম আর রকি,এন জি নিউজ এর পরিচালক ওমর ফারুক, দীপ্ত টিভির নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ রিপন, দেশ রুপান্তরের প্রতিনিধি পারভেজ রহমান, যায়যায়দিনের আত্রাই প্রতিনিধি ওমর ফারুক, মান্দা প্রতিনিধি মাহাবুবুজ্জামান সেতু,সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার সাইফুল ওয়াদুদ, বাংলাদেশ সমাচারের নওগাঁ প্রতিনিধি আসাদুজ্জামান।

নওগাঁয় মানববন্ধনে বক্তারা বলেন:

দৈনিক যায়যায়দিন দেশের একটি জনপ্রিয় জাতীয় পত্রিকা। যায়যায়দিন দীর্ঘদিন ধরে গণমানুষের পত্রিকা হিসেবে কাজ করে আসছে। হঠাৎ করে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করায় সাংবাদিকদের পেশাগত জীবনে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকারকে দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ডিক্লারেশন বাতিলের ফলে এখানকার সংবাদকর্মীরা বেকার হয়ে পড়ছেন এবং গণমাধ্যমের স্বাধীনতাও ক্ষুণ্ণ হচ্ছে।

বক্তারা আরও বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে কোনো পত্রিকার ডিক্লারেশন বাতিল করা মানে মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করা। একটি জাতীয় দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন পুনর্বহাল করার জোর দাবি জানান তারা।

নওগাঁয় মানববন্ধন

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপিতে সাংবাদিকরা উল্লেখ করেন, অবিলম্বে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, নওগাঁ থেকে দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন ধরে সুনামের সাথে প্রকাশিত হয়ে আসছিল। হঠাৎ করে ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্তে জেলার সাংবাদিক ও পাঠক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করার এই অপচেষ্টা আমরা মেনে নেব না।

For More Update Check Out Out Facebook…

বাংলাদেশ প্রেসক্লাব নওগা জেলা আহ্বায়ক কমিটি: ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ২০২৫

Please follow and like us:

2 thoughts on “নওগাঁয় মানববন্ধন: দৈনিক যায়যায়দিন পত্রিকার বাতিলকৃত ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি 2025 | Ngn News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial