Naogaon

নওগাঁর আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে ভুট্টা চাষ: বাম্পার ফলনের সম্ভাবনা

Published

on

নওগাঁর আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে ভুট্টা চাষ: বাম্পার ফলনের সম্ভাবনা

ট্রাম্পের-পাল্টা

নওগাঁর আত্রাই উপজেলার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। কৃষকের মুখে হাসি—কারণ এবার ভুট্টা চাষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে, আর ফলনের সম্ভাবনাও আশাব্যঞ্জক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আত্রাইয়ে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১,৭৫০ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ১,৯৫০ হেক্টর জমিতে। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়ে ২০০ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে।

এই সাফল্যের পেছনে রয়েছে—
সময়মতো বৃষ্টিপাত
 উন্নত বীজ ও প্রযুক্তি
 কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক পরামর্শ
 এবং কৃষকের নিরলস পরিশ্রম।

ট্রাম্পের-পাল্টা

ভুট্টা চাষ করে এখানকার কৃষকেরা গত কয়েক বছরে বেশ ভালো লাভ পেয়েছেন। ফলে অনেকেই ধান বা আলুর বদলে এবার ভুট্টার দিকে ঝুঁকেছেন।

 স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন,
“ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি। এবার ফলন ভালো হবে মনে হচ্ছে। আল্লাহর রহমতে দামও ভালো পেলে আরও চাষ করব।”

উপজেলা কৃষি কর্মকর্তা জানান,
“আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলন হবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ চলছে, আমরা কৃষকদের পাশে আছি।”

বর্তমানে ভুট্টা শুধু খাবার নয়, পোলট্রি ও মাছের খাদ্য হিসেবেও চাহিদা বাড়ছে। ফলে দেশের বাজার ছাড়িয়ে রপ্তানির দিকেও নজর দিচ্ছে কৃষি বিভাগ।


উপসংহার:
ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ায় আত্রাই এখন রূপ নিচ্ছে ‘ভুট্টার ভাণ্ডার’-এ। সময়মতো সরকারি সহায়তা, সঠিক বাজারমূল্য ও কৃষি সম্প্রসারণ কাজ আরও জোরদার হলে ভবিষ্যতে এ খাত হয়ে উঠতে পারে দেশের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত।

SEE MORE>>>

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version