নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

নওগাঁ ও পাবনায় সংঘটিত বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) জয়পুরহাট,

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

মোঃ কামরুল হাসান, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ ও পাবনায় সংঘটিত বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নওগাঁ জেলা পুলিশ এ অভিযান পরিচালনা করে। সোমবার (৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. শামীম ইসলাম সব্দুল (২৭) – কালাই, জয়পুরহাট
2. রঞ্জিত চন্দ্র বর্মন (৩০) – হাতিয়ার, জয়পুরহাট
3. আব্দুল লতিফ (২৭) – বামুটপুর, জয়পুরহাট
4. শাহারুল ইসলাম (৩৭) – পুরন্দর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
5. শহিদুল ইসলাম (৪০) – পুরন্দর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
6. শাহাদাত হোসেন (৪০) – সিন্ধুরাইল, কাহালু, বগুড়া

ডাকাতির ঘটনা ও তদন্ত:WhatsApp Image 2025 03 03 at 21.57.29 e133e2e1

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, ২২ ফেব্রুয়ারি রাত ১১টায় নওগাঁর পত্নীতলা উপজেলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জয়পুরহাট থেকে ৩ জন, গাইবান্ধা থেকে ২ জন এবং বগুড়া থেকে ১ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে

  • লুণ্ঠিত ১ জোড়া কানের দুল
  • কয়েকটি মোবাইল
  • ডাকাতির কাজে ব্যবহৃত করাত, হাসুয়া, প্লাস
  • ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

পাবনার ডাকাতি ও সংশ্লিষ্টতা:

২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের কাছ থেকে

  • ১টি ল্যাপটপ
  • ১টি মোবাইল উদ্ধার করা হয়।

এছাড়া, পত্নীতলার ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস পাবনার ডাকাতিতেও ব্যবহৃত হয়েছিল।

ডাকাতদের বিরুদ্ধে আগের মামলা:

  • শহিদুল ইসলামের বিরুদ্ধে ৬টি
  • শাহারুল ইসলামের বিরুদ্ধে ২টি
  • শামীম ইসলামের বিরুদ্ধে ২টি
  • অন্যদের বিরুদ্ধে ১টি করে ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ জানায়, পত্নীতলা ও পাবনার ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান অন্যতম।

আরো দেখুন….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *