Connect with us

Naogaon

নওগাঁ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির সফল অভিযান 2025

Published

on

নওগাঁ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির সফল অভিযান

২৯৮ বোতল ফেন্সিডিল ও ভারতীয় গরু উদ্ধার

নওগাঁ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২ মার্চ ২০২৫, রাত আনুমানিক ১২:৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি-এর নির্দেশনায় সাপাহার থানার অধীনস্থ আদাতলা বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার সুবেদার মো. মুনসেদ আলী।

অভিযানকালে সীমান্ত পিলার ২৪২/১০-আর-এর ৫০ গজ ভেতরে, দক্ষিণ পাতারী এলাকায় দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাচালানকারীরা পালিয়ে যায়।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে:

  1. মো. এমদাদুল হক (৩৫), পিতা: মৃত সুজাউদ্দিন
  2. মো. মাজহারুল ইসলাম মিন্টু (৩২), পিতা: মো. ওমর আলী
  3. মো. বাশির (৪০), পিতা: মৃত জহাক আলী

তাদের সকলের বাড়ি দক্ষিণ পাতারী, পোস্ট: পাতারী, থানা: সাপাহার, জেলা: নওগাঁ। অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.