Connect with us

আন্তর্জাতিক বাংলা

নয়াদিল্লি স্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

Published

on

ভারতের নয়াদিল্লি রেলস্টেশনে মহাকুম্ভমেলায় যাওয়ার পথে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে, প্রয়াগরাজগামী দুটি ট্রেন দেরি করায় স্টেশনে অতিরিক্ত ভিড় তৈরি হয়। ট্রেনে ওঠার সময় হুড়োহুড়িতে অনেকেই পদপিষ্ট হন, অনেকে অজ্ঞান হয়ে পড়েন।

নিহতদের মধ্যে ১০ নারী, তিন শিশু ও দুই পুরুষ রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলওয়ে বিভাগ ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে এবং নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের ২.৫ লাখ ও সামান্য আহতদের ১ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীরা সহজে গন্তব্যে পৌঁছাতে পারেন।

ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এক্স (সাবেক টুইটার)-এ বলেন, “আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

মহাকুম্ভ উপলক্ষে ট্রেন স্টেশনগুলোতে ব্যাপক ভিড় হচ্ছে। আগেও এমন বিশৃঙ্খলা ঘটেছে, যেখানে ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর করেছেন। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশি এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন।

Latest Trending>>>>>

SEE MORE  >>>>

Continue Reading
Advertisement
1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.