নিয়োগের নামে প্রতারণা
নিয়োগের নামে প্রতারণা! আপনিও এরকম প্রতারণার শিকার হতে পারেন, এটি একটি সচেতনতামূলক এবং সত্যঘটনার অবলম্বনে নিউজ।নওগাঁ শহরের শান্ত পরিবেশে হঠাৎ ই পুলিশের কর্মব্যস্ততা
কারণ, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি ভয়ংকর প্রতারক চক্র!
এরা মেধা নয়, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ।
গোপন সংবাদের ভিত্তিতে, নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গতকাল রাতে অভিযান চালায় পৌরসভা এলাকায়।
গ্রেপ্তার করা হয় মোঃ আব্দুল মতিন নামের এক প্রতারককে — বয়স ৫৩ বছর।
চাকরি পাইয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রার্থীর অভিভাবকের কাছ থেকে নিয়েছেন নগদ টাকা ও সাদা চেক!
এপ্রিল ২৫-2025 রোজ শুক্রবার, এক প্রেস বিজ্ঞপ্তিতেঅতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, জনাব ফারজানা হোসেন জানান
তল্লাশি চালিয়ে তার বাসা থেকে উদ্ধার করা হয়.আরও একটি চুক্তিপত্র — যেখানে চাকরির বিনিময়ে ১০ লক্ষ টাকার চুক্তি স্বাক্ষরিত!
কি ভয়ানক না? একজন সাধারণ মানুষের স্বপ্ন নিয়ে এমন নির্মম প্রতারণা!
এই মতিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে নওগাঁ সদর থানা।
জানিয়ে রাখি, এই প্রথম না — কিছুদিন আগেও এ ধরনের প্রতারণার ঘটনায় দু’জন প্রতারককে গ্রেপ্তার করেছিল পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার স্পষ্টভাবে বলেছেন –
“প্রত্যেককে সাবধান হতে হবে। কেউ যেন প্রতারণার ফাঁদে না পড়ে। চাকরি নিতে হলে শুধু নিজের মেধার উপর বিশ্বাস রাখুন।”