বাংলাদেশ
নেত্রকোনায় লরিচাপায় প্রাণ গেল দুই যুবকের
নেত্রকোনায় লরিচাপায় প্রাণ গেল দুই যুবকের
নেত্রকোনার সদর-আটপাড়া সড়কের পঞ্চাননপুর গ্রামে মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জাকির হোসেন (৪০) ও শাহ পরান (২৫)। তারা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনা সূত্রে জানা যায়, জমি থেকে মাটি বহনকারী একটি লরি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে তারা সড়কে ছিটকে পড়েন এবং লরিটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় শাহ পরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু ঘটে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, লরিটি শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শাস্তি দাবি করেছেন।