বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১৭
বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ সুরমা অবৈধ দেশীয় অস্ত্রসহ ১৭ জন চোরকে আটক করেছে। বুধবার দিনগত মধ্যরাতে পরিচালিত এই অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামদা, ছুরি, হাতুড়ি, মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের লাইট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে কুতুবদিয়ার উত্তরে টহলরত নৌবাহিনীর জাহাজ সুরমা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং চোরচক্রের ১৭ সদস্যকে আটক করে। তবে এ অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর ও তৎসংলগ্ন এলাকায় নৌবাহিনীর জাহাজ এবং অন্যান্য মেরিটাইম সংস্থাগুলো নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরোও পড়ুন >>
বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১৭

One thought on “বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১৭”