পরীক্ষা না দিয়ে পাস করানো অভিযোগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. রুহুল আমিনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পরীক্ষা না দিয়ে পাস করানোর অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশীর পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পাসের তালিকায় নাম আসায় প্রফেসর রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ উঠে। এ ঘটনায় তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহজামানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকে
ও রুহুল আমিনকে সরিয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বছরের ২ ডিসেম্বর গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের একটি কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় সুরাইয়া অংশগ্রহণ করেননি বলে জানা গেছে। তবে, ১৮ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে তার নাম উত্তীর্ণদের তালিকায় দেখা যায়, যা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
প্রসঙ্গত, সুরাইয়া ইয়াসমিন ঐশী বেরোবি শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।