Connect with us

Naogaon

নওগাঁয় চাঞ্চল্যকর ঘটনা: ২ পুলিশ সদস্যের গাঁজা সেবন, শিক্ষার্থীর হাতে হাতেনাতে আটক!

Published

on

ngn news

নওগাঁয় চাঞ্চল্যকর ঘটনা: ২ পুলিশ সদস্যের গাঁজা সেবন, শিক্ষার্থীর হাতে হাতেনাতে আটক!

নওগাঁয় পুলিশের গাঁজা সেবন । নওগাঁর কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাঁজা সেবনকালে পুলিশের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছেন। রোববার (৯ মার্চ) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের পুরাতন হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্যরা

ngn news

নওগাঁয় গাঁজা সেবন । আটক দুই পুলিশ সদস্য হলেন—কনস্টেবল সুজন হোসেন ও কনস্টেবল আলম হোসেন। তাদের সঙ্গে আরও একজনকে আটক করা হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিবরণ 

স্থানীয়দের তথ্যমতে, শিক্ষার্থীরা গাঁজাসহ তাদের ধরে ফেলে। এ সময় কনস্টেবল সুজন ও আলম পিস্তল হাতে নিয়ে ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করেন। তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ ফেরদৌস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আটক  সদস্যদের ডিবি হাতে তুলে দেওয়া হয়। নওগাঁয় পুলিশের গাঁজা সেবন ।

পুলিশের বক্তব্য –

পুলিশ সদস্যের গাঁজা সেবন

পুলিশ সদস্যের গাঁজা সেবন

নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) সাফিউল সারোয়ার জানান, অভিযুক্তদের ডোপ টেস্ট করানো হয়েছে। যদি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ঘটনার বিবরণ:

পুলিশ সদস্যের গাঁজা সেবন

পুলিশ সদস্যের গাঁজা সেবন

সোমবার (তারিখ উল্লেখ করুন) বিকেলে নওগাঁ শহরের (অবস্থান উল্লেখ করুন) এলাকায় কিছু শিক্ষার্থী দেখেন, দুই  সদস্য নির্জন স্থানে বসে গাঁজা সেবন করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে শিক্ষার্থীরা তাদের ভিডিও ধারণ করেন এবং স্থানীয়দের ডেকে আনেন।

পরে, শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে তাদের আটক করে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়  প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই  সদস্যকে থানায় নিয়ে যান।

আরো পড়ুন>>>

Continue Reading
Advertisement
1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress.